Skip to main content

How much money bangle ebooks

 How much money do we have left in the bank even after death |মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় ?


English convert scroll down 👇





মৃত্যুর পর ব্যাংকে জমে থাকা বিপুল অর্থ আমাদের আর কোনো কাজে লাগে না! অথচ জীবনের চলমান সময়ে প্রয়োজনীয় ব্যয় মেটাতে আমরা হিমশিম খাই।


সম্প্রতি এক ধনী ব্যক্তি পরলোকগমন করলেন। তার স্ত্রী উত্তরাধিকার সূত্রে ২০০ কোটি টাকার মালিকানা পান এবং অচিরেই স্বামীর প্রাক্তন চালককে বিয়ে করেন। সেই নববিবাহিত ড্রাইভার মনে মনে ভাবল—এতদিন ধরে ভেবেছি আমি তার হয়ে কাজ করেছি, এখন বুঝি, প্রকৃতপক্ষে তিনিই আমার ভবিষ্যতের জন্য কাজ করে গেছেন!


আসল সত্যটি হলো—অগাধ সম্পদের চেয়ে স্বাস্থ্যবান শরীর ও দীর্ঘ জীবন অনেক বেশি মূল্যবান।


তাই কেবল অর্থ উপার্জনের পেছনে ছুটে না বেড়িয়ে, আমাদের উচিত এমন একটি জীবনযাপন গড়ে তোলা, যা দীর্ঘ ও সুস্থ হয়।


জীবনের নানা অভিজ্ঞতা থেকেই এই বাস্তবতাকে গভীরভাবে অনুভব করা যায়। যেমন:


দামি, উচ্চ প্রযুক্তির একটি মোবাইল ফোনের ৭০% ফিচারই আমরা কখনো ব্যবহার করি না।


* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।


অমিতব্যয়ী প্রাসাদের বেশিরভাগ অংশই জীবনের শেষপর্যন্ত ফাঁকা পড়ে থাকে, কেউ ব্যবহারই করে না।


অনেকের ওয়্যারড্রোবে সাজানো থাকে অসংখ্য পোশাক, যেগুলোর অধিকাংশই কোনোদিন গায়ে তোলা হয় না।


আপনার সারা জীবনের রক্ত-ঘামে উপার্জিত অর্থের বেশিরভাগই অন্যের ভোগে যাবে—যারা হয়তো আপনাকে স্মরণ করার সময়টুকুও দেবে না।





তাহলে করণীয় কী?


✓ অসুখ ধরা না পড়লেই যে সব ঠিক, এমন নয়—সুযোগ পেলেই একবার শরীরটাকে দেখে নেওয়া ভালো।



✓ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।


✓ মানুষকে ক্ষমা করে দিন।


✓ রাগ জমিয়ে রাখবেন না। মনে রাখবেন, কেউই একরোখা বা রুক্ষ মানুষকে পছন্দ করে না। অনেক সময় পেছনে আপনাকে ‘পাগল টাইপ’ বলেও ডাকা হয়।


✓ পিপাসা অনুভব না হলেও জল খাওয়া অভ্যাস করুন। শরীরের প্রত্যেকটি কোষ সচল রাখতে এটাই অন্যতম উপায়।


✓ সিদ্ধান্ত সঠিক হলেও কিছু পরিস্থিতিতে নরম হতে হয়—এটাই বাস্তবতা।



✓ বয়স বাড়লেও বা কাজের চাপে দিন কাটলেও, সুযোগ করে জীবনসঙ্গীর হাত ধরে নিরিবিলি একটু হেঁটে আসুন। কখনো একসাথে বাইরে খেতে যান, কিছুটা সময় একান্তে কাটান। অনুভব করিয়ে দিন, তিনিই আপনার জীবনের সবচেয়ে আপনজন। কারণ, যখন চারপাশ ফাঁকা হয়ে যায়, তখন নিঃশব্দে, নিঃস্বার্থভাবে সেই মানুষটিই পাশে থেকে যান।



✓ ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।


✓ সুযোগ পেলেই সামর্থ্য অনুযায়ী পরিবার-পরিজনকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশে ঘুরতে বের হন।



✓ ধনী না হলেও সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, সম্পদ থাকলেই সবসময় মানসিক শান্তি আসে না।



✓ মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের আকাশে ঝলমলে চাঁদ আর নীল সমুদ্রের নিরবতা উপভোগ করতে ভুলবেন না।


✓ বছরে অন্তত একবার বৃষ্টির জলে ভিজুন, আর প্রতিদিন একবার করে রোদের স্পর্শে নিজেকে স্নান করান।


✓ মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন।


জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন।




English version 👉





The huge money accumulated in the bank is of no use to us after death! 





Yet we struggle to meet the necessary expenses during the course of life.


Recently, a rich man passed away. His wife inherited a fortune of 200 crores and soon married her husband's former driver. That newly married driver thought to himself - for so long I thought I worked for him, now I understand, in fact, he has worked for my future!


The real truth is - a healthy body and a long life are much more valuable than immense wealth.


Therefore, instead of just running after earning money, we should build a lifestyle that is long and healthy.


This reality can be felt deeply from various experiences in life. For example:


We never use 70% of the features of an expensive, high-tech mobile phone.


* 70% of the speed of an expensive and fast car is not needed.


Most of the extravagant palaces remain empty until the end of life, no one uses them. 


Many people have countless clothes in their wardrobes, most of which are never worn.


Most of the money you have earned through your life's hard work will go to others—who may not even take the time to remember you.


So what can you do?


✓ Not everything is fine unless you are diagnosed with a disease—it is better to check your body once you get the chance.


✓ Don't worry excessively.


✓ Forgive people.


✓ Don't hold onto anger. Remember, no one likes stubborn or rude people. Many times, you are also called the 'crazy type' behind your back.


✓ Make a habit of drinking water even if you don't feel thirsty. This is one of the ways to keep every cell of your body active.


✓ Even if the decision is right, in some situations you have to be soft—this is the reality.


✓ Even if you are getting older or spending your days under the pressure of work, take the opportunity to take a quiet walk with your spouse.  Sometimes go out to eat together, spend some time alone. Make him feel that he is the most dear person in your life. Because, when the surroundings become empty, then that person will silently and selflessly stay by your side.


✓ Be humble even if you are powerful.


✓ Whenever you get the opportunity, go out to travel with your family to different parts of the country or abroad according to your ability.


✓ Be content even if you are not rich. Remember, having wealth does not always bring mental peace.


✓ Don't forget to enjoy the sunrise in the morning, the moon shining in the night sky, and the silence of the blue sea from time to time.


✓ Get wet in rainwater at least once a year, and bathe yourself in the touch of the sun once a day.


✓ Laugh out loud sometimes.


Life is only one, so try to live it to the fullest.




More related story


Hard times are your greatest opportunity |কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!






Comments

Popular posts from this blog

A girl was having bangla golpo

  একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল সে কোনো ভাবেই |  A girl was having a lot of trouble in her married life English convert scroll 👇 Married life পরিবর্তনের শুরু নিজেকে বদলে দেওয়া থেকেই : তার স্বামীকে মেনে নিতে পারছিল না,মনের মধ্যে এতোটাই রাগ জন্মেছিল যে সে তার স্বামীকে খুন পর্যন্ত করতে চাইছে।  একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি,আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না। আমি তাকে খুন করতে চাই,কিন্তু আমি ভয়‌ পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা..??” bangla golpo মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।” মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা..?? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।” মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:- ১. তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে,যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। ২. তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয়া দেখাব...

Mandra was sitting bangla golpo

Mandra was sitting quietly in a corner of the hospital's black chair. She suddenly fainted ||হাসপাতালের কালো চেয়ারের এক কোণে চুপচাপ বসেছিল মন্দ্রা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় বেশি কিছু ভাবনা চিন্তা না করেই সে বাবাকে সামনের হাসপাতালে নিয়ে এসেছে| খানিক আগে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারল বাবার মাথায় ক্লট জমেছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে| এদিকে দিন আনি দিন খাই পরিবার, তার টিউশনের দু হাজার টাকাও পরিবারের কাছে অনেক| ষাট হাজার টাকা... অঙ্কটা তাদের মতো পরিবারের জন্য অনেক| দিন দুয়েকের মধ্যে তো দূর, বছরখানেকের মধ্যেও জোগাড় করতে পারবে কিনা সন্দেহ! রিসেপশন ডেস্কে বসা গোলাপি ইউনিফর্ম পরা মহিলার কাছ থেকে টাকার অঙ্কটা শোনার পরপরই মন্দ্রার মনে হল মাথায় আকাশ ভেঙে পড়া বোধহয় একেই বলে| এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার, তবে কি বাবা আর প্রাণে বাঁচবে না? মা কেমন ছিল ভাল করে মনেও নেই তার, অভাবের সঙ্গে যুদ্ধ করতে না পেরে তাকে ফেলে পালিয়েছে| বাবাই খেয়ে না খেয়ে পক্ষী মাতার মতো বুকে আগলে রেখেছিল এতদিন| কিন্তু বাবাই যদি তারাদের দেশে চলে যায়, একলা কিভাবে বাঁচবে মন্দ্রা? কথাটা ...

Pride is terrible bangla golpo

  যার ভালোবাসা গভীর তার অভিমান ভয়ংকর | He whose love is deep his pride is terriblehoop English convert scroll 👇 মানুষকে কখনও একা কাঁদার সময় দিতে নেই জানেন! একবার কেউ একা কাঁদতে শিখে গেলে, তার আর কারও প্রয়োজন হয় না।  -আগে জানতাম না, তবে এখন জানি। মেয়েদের অভিমান ভালোবাসার চেয়েও ভয়ংকর।  -আংশিক ভুল জানেন আপনি।  -সঠিকটা তবে জানিয়ে দিন।  -যার ভালোবাসা যত গভীর, তার অভিমান তত ভয়ংকর।  -আপনি বলছেন যখন, মেনে নিলাম।  -আপনার ভালোবাসতে ইচ্ছে করে না জ্যোতিষ্ক?  -করে তো! কিন্তু জীবনের সাময়িক উদ্দেশ্য পূরণের স্বার্থে এমন কিছু ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে, যা আমি চাইলেও ফেরাতে পারব না। আপনার গল্প বলুন ম্যাডাম। যাঁরা ভালোবাসতে জানেন, তাঁদের কাছে ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে।  -আমি আর কী বলব? যখন মন ভুল পথনির্দেশ দেয়, তখন সঠিক পথে হাঁটার জন্য নিজের মনের বিরুদ্ধে যেতে হয়। আমিও গেছি, এখন একরকম ভালোই আছি।  -সত্যিই ভালো আছেন? কতটা ভালো আছেন? জানতে ইচ্ছে করে।  -ঠিক জানি না। কী পেয়েছি, কতটা হারিয়েছি, সেই হিসেব রাখি না। আজকাল নিজের ভালো থাকার চেয়েও, অন্যের ভাল...