বাচ্চা বাচ্চার মতো থাকবে আমি যা বলবো শুনবে ভালো করে পড়াশোনা করবে ||Be like a child Listen to what I say study well.
English convert scroll down 👇
যখন পড়তে বসতে বলবো চুপচাপ পড়তে বসে যাবে ...ভালো মার্কস আনবে ....এইটুকু হলেই আপনি খুশি তাই তো?
জেনে রাখুন আপনি ভুল রাস্তায় হাঁটছেন। আপনি যা যা চাইছেন ঠিক সেইগুলোই যদি আপনার বাচ্চা করে তাহলে আপনি একটা মেরুদণ্ডহীন কেরানী তৈরি করছেন ...এর বেশি কিছু না।
কথাটা আপনার গায়ে লাগতে পারে কিন্তু আপনারাই আপনার বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছেন। কীভাবে করছেন জানবেন? তাহলে পড়তে থাকুন।
একদম ছোটো থেকেই শুরু করা যাক।
ধরুন একটা বাচ্চা সবে হাঁটতে শিখছে ... তো নতুন হাঁটতে শিখলেই ধুপ ধাপ পড়বে ...স্বাভাবিক.. খুবই স্বাভাবিক..
বাবা মা হিসাবে আপনার কী করা উচিত?
আপনার উচিত একটা এমন জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া যেখানে পড়ে গেলেও বাচ্চার খুব একটা জোরালো বা গুরুতর আঘাত লাগবে না ...যেমন ধরুন ঘাস আছে এমন মাঠ বা মাঠ না থাকলে বাড়িরই কোনো একটা ফাঁকা জায়গা যেখানে কোনো ধারালো কোন নেই ,সেখানে ফোম এর ম্যাট পেতে দিলেন...
বাচ্চা এরকম জায়গায় নিজে থেকে হামাগুড়ি দেবে .. তারপর একদিন হামাগুড়ি দিতে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে , তারপর ধরাম করে সামনে বা পিছনের দিকে উল্টে যাবে... আবার উঠবে আবার পড়বে ....এইরকম পড়তে পড়তেই একদিন এক পা দু পা এগিয়ে যাবে ....
চাইল্ড সাইকোলজি নিয়ে যদি একটু নাড়াঘাটা করেন জানতে পারবেন এই কাজটাই যদি আপনার বাচ্চা নিজে নিজে করে , এর মধ্যে দিয়েই বাচ্চার মনে "আত্মবিশ্বাস" নামক বীজটা অঙ্কুরিত হয়।
কিন্তু না ....আজকের দিনের মডার্ন বাবা মা কী করে... বেবী ওয়াকার কিনে তাতে বাচ্চাকে চাপিয়ে দেয়.... বাচ্চা পড়লো না ঠিকই ....কিন্তু সাথে ওই প্রথম "আত্মবিশ্বাস" নামক বীজটাও মাটির অনেক নীচে চলে গেলো।
এই যে শুরু হলো বাবা মা এর বাচ্চাকে প্রোটেক্ট করা ....এটা চলতেই থাকলো ।
বাচ্চা একবছর হয়ে গেলে তাকে নিজেকে খেতে দেওয়া উচিত ... নিজে খেলে হ্যান্ড আই ব্রেন কোঅর্ডিনসন হয় ...তার থেকেও বড়ো কথা বাচ্চা নিজের পেট শরীর বুঝে খেতে শেখে ।
কিন্তু না ... কিছু মা নিজের চার বছরের বাচ্চাকেও নিজে থেকে খেতে দিতে নারাজ ! সেই মেখে চটকে ছেলের মুখে গুজে দেবে। বাচ্চা নিজের শরীরটাকেই বুঝতে শিখবে না ।
একটা সহজ কথা মাথায় ঢুকিয়ে রাখুন ... দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যার খিদে পেয়েছে সামনে খাবার আছে তাও খাচ্ছে না ! বাচ্চার সামনে খাবার রেখে চলে যান...খিদে পেলে ঠিক খাবে।
সকালে না খেলে বিকালে পেট চুই চুঁই করলে বিকালে খাবে ...বিকালেও না খেলে রাত্রে ঠিকই খাবে। একদিন আপনার বাচ্চাকে এটা করে দেখুন ...... সারা বছরের ওই খাবার নিয়ে অশান্তি আপনার চলে যাবে।
তারপর এটা করবি না ...ওটা করবি না ....সারাদিন ধরে বাচ্চার পিছনে টিকটিক টিকটিক টিকটিক... চিৎকার ...কোনো প্রয়োজন নেই।
বাচ্চা হয়তো খেলতে চাইছে ...বাবা মা হুকুম চালাচ্ছে "এক্ষুনি পড়তে বোস" ... বাচ্চা হয়তো বেড়াতে যেতে চাইছে ....বাবা মার হুকুম " এক্ষুনি ঘুমা "
বাচ্চাকে শাসন করার দরকার আছে ....কিন্তু কতটুকু করবেন সেই বোধটা অনেক বাবা মা এর নেই .....যখন শাসন এর দরকার তখন চুপ করে আছে , যখন শাসন করার কোনো প্রয়োজন নেই ,দিচ্ছে চটাস করে ধরিয়ে ...
বাচ্চা পুরোপুরি কনফিউস ! বাচ্চার ভালো মন্দ জ্ঞান , উচিত অনুচিত এর জ্ঞান কিন্তু আপনার শাসন করার ধরন থেকেই আসবে ।
যেমন ধরুন একদিন বাচ্চার পড়তে মন নাই হতে পারে ...পড়তে বসলো না , দিলেন চটাস করে লাগিয়ে ....এদিকে বাচ্চা স্কুল থেকে এসে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখছে ....কোনো শাসন নেই! বাচ্চা ভেবে নিচ্ছে নোংরা জামাকাপড় মেঝেতে ছুঁড়ে ফেলাটা এমন কোনো অপরাধ না।
অনেক বাবা মা কেই দেখি প্রায় প্রতিদিন অল্পসল্প করে ঠুকঠাক ধরিয়েই যাচ্ছে ....খুব ভুল পদ্ধতি । মাসে ঊনত্রিশ দিন ভালো মুখে বোঝান ....এক দিন দোষ করলে আচ্ছাসে পলিশ করুন ....
রোজ মারলে বাচ্চা রেকলেস হয়ে যাবে...এরকম অনেক বাচ্চাকে হতে দেখেছি । মারুন কম , কিন্তু যেদিন মারবেন সেদিনের শাসনটা যেনো অন্তত তিনমাস বাচ্চার মনে থাকে। আর প্লীজ ...কোনটা ঠিক অভ্যাস আর কোনটা খারাপ অভ্যাস এটা আগে নিজেরা ভালো করে বুঝুন। আপনি অফিস থেকে ফিরে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখলে আপনার বাচ্চাও তাই করবে।
এখন আবার একটা মারাত্মক ট্রেন্ড দেখছি । বাচ্চার হোমওয়ার্ক কী আছে , এক্সাম এর সিলেবাস কী আছে ...বাচ্চার হুস নেই , এদিকে মা এর সব মুখস্ত !
বাচ্চার স্কুল প্রজেক্ট বাবা মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে যাতে নাম্বার ঠিকঠাক আসে!
জেনে রাখুন , লাইফের সবথেকে বড়ো ভুল করছেন। বাচ্চা ভাবছে এরকম চিটিং করাটাই বোধহয় নিয়ম !
একটা ছোটো ঘটনা বলি । আমি নিজে তখন ক্লাস সিক্সে পড়ি। এনুয়াল পরীক্ষার বাংলা পেপারটা দিতে গিয়ে দেখি অংকের প্রশ্নপত্র। বাড়ি ফিরতেই জানতে পারলাম আগের দিন আমাকে বাঙলা পড়তে দেখেও কিচ্ছুটি বলেনি ... একবারও মনে করিয়ে দেয়নি যে কালকে বাংলা না অঙ্ক পরীক্ষা !
অম্ল্যানবদনে বলে দিয়েছিল ..." তোর পরীক্ষা , হুস টা তোর থাকা দরকার । "
সেদিন কান্না পেয়েছিল, কিন্তু আজ বুঝি এই শিক্ষাটার দাম। একটা ক্লাসের একটা পরীক্ষায় হয়তো কিছুটা কম নাম্বার পেয়েছিলাম , কিন্তু নিজের কাজের রেসপনসিবিলিটি যে নিজেকেই নিতে হবে এই অসামান্য শিক্ষাটা আজও কাজে দেয়।
সামান্য এক দুটো পরীক্ষায় নাম্বার কম পেলে আপনার বাচ্চার কিচ্ছু এসে যাবে না । কিন্তু প্লীজ প্লীজ ওদের রেসপনসিবিলিটি নিতে শেখান .... ওদের হয়ে কোনো কাজ করে দেবেন না ....ওদের হোমওয়ার্ক কী আছে সেটা ওদেরকেই দেখতে বলুন ...ওদের স্কুল প্রজেক্ট ওদেরকেই করতে বলুন ....
রেসপনসিবিলিটি নিতে না শেখাটা আজকের দিনে প্রায় মহামারীর মতো হয়ে গেছে।
আপনার বাচ্চাকে রেসপনসিবিলিটি নিতে না শেখালে ...বা এর থেকেও বলা ভালো যে রেসপনসিবিলিটি নিতে না দিলে ....এরা কোনোদিনই রেসপনসিবল হবে না
.....মিলিয়ে নেবেন .. বুড়ো বাপ মা এর রেসপনসিবিলিটিও এরা নেবে না। তখন আর কাউকে দোষ দেবেন না , নিজেকেই দোষ দেবেন ।
আসলে "শিক্ষা" জিনিসটাকেই আমরা বড্ড সংকীর্ণ ভাবে নিয়ে নিয়েছি। শুধু কয়েকটা সাবজেক্ট পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাকেই "শিক্ষা" বলে ধরে নিয়েছি।
অথচ আত্মবিশ্বাস , দায়িত্ব নিতে ভয় না পাওয়া .... অসহায়কে যতোটা পারা যায় সাহায্য করা .....এগুলোও কিন্তু শিক্ষার অঙ্গ! শুধু বই পড়া শিক্ষা হাত পা মুন্ডু বিহীন স্কন্ধকাটার মতো ....আসল রূপটা যেদিন উপলব্ধি করবেন বা চোখের সামনে দেখবেন সত্যি ভয় পেয়ে যাবেন । কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না ।
বাচ্চা বেলায় ভালো ফুটবল খেলতাম বলে পাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন করে দিয়েছিল আমাকে .... নেতৃত্বের স্বাদ যে কী জিনিস সেই প্রথম বুঝেছিলাম । এগারো জন সমবয়সী ছেলে আমার কথা মেনে চলছে .... খুব ছোটো বয়সেই বুঝে গিয়েছিলাম কোনো জিনিসে দক্ষতা অর্জন করতে পারলে সন্মান পাওয়া যায়!
মজার ব্যাপারটা দেখুন...এই জিনিস আপনি হাজার বার আপনার বাচ্চাকে মুখে বলবেন বাচ্চা বুঝবে না ....মাঠে খেলতে পাঠান খুব সহজেই বুঝে যাবে ।
খেলা মানে কিন্তু সময় নষ্ট না ....এটা আজকের দিনের বাবা মাকে বলে বলেও বোঝাতে পারবেন না। মাথায় গেঁথে নিন খেলতে গিয়েই বাচ্চা অনেক কিছু শেখে ...
খেলতে গিয়ে ডিসিপ্লিন শেখে....অন্যকে বল পাস দিতে শেখে ... অন্যে গোল দিলে সেই আনন্দে লাফাতে শেখে ..... নেতৃত্ব দিতে শেখে ....
এগুলো যদি "শিক্ষা" না হয় তাহলে কোনটা আসল শিক্ষা? আজ থেকে কুড়ি বছর পরে আপনার বাচ্চা যখন জীবনসংগ্রামে বেরোবে এইগুলোই কিন্তু কাজে আসবে ...ক্লাস সিক্সে ইতিহাসে কতো নাম্বার পেয়েছিল কারো কোনো কাজে আসবে না।
কী রূঢ় সত্যি কথা... বার বার পড়ুন ...একদম হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন ....বুঝতে পারলে মনে হবে কেউ যেন মুখের সামনে একটা আয়না ধরে দাঁড়িয়ে আছে।
লেখাটা পড়তে পড়তে আপনার কান মাথা গরম হয়ে গেলে মাফ করবেন । জোরে আঘাতটা না দিলে আপনার মনের গভীরে ঢুকবে না । নিজের বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয় সত্যি বলছি যতই নিজে সফল হন না কেনো , জীবনের শেষ দিনে নিজেকে ব্যর্থ মনে হবে।
English version 👇
Be like a child Listen to what I say study well.
The discipline of the day you beat your child should be remembered for at least three months. And please... understand for yourself what is a good habit and what is a bad habit. If you throw dirty clothes on the floor after returning from the office, your child will do the same.
Now I am seeing a serious trend again. What is the child's homework, what is the exam syllabus... the child has no idea, while the mother memorizes everything!
The child's school project is beautifully made by the parents so that the marks come out correctly!
Know that you are making the biggest mistake of life. The child thinks that cheating like this is probably the rule!
Let me tell you a small incident. I myself was in class six at that time. When I was giving the Bengali paper of the annual exam, I saw the question paper of the math. When I returned home, I found out that even though they saw me studying Bengali the previous day... they did not even remind me once that tomorrow is the Bengali or math exam!
"You need to have a sense of humor for your exams."
I cried that day, but today I understand the value of this education. I may have gotten a slightly lower score in a class exam, but this extraordinary education that you have to take responsibility for your own work still works for me today.
If your child gets a few low marks in a test or two, nothing will come of it. But please, please, teach them to take responsibility.... Don't do any work for them.... Ask them to see what their homework is... Ask them to do their school projects....
Not learning to take responsibility has become almost an epidemic these days.
If you don't teach your child to take responsibility...or better yet, if you don't let them take responsibility....they will never be responsible.
.....combine.. they won't take the responsibility of their old parents either. Then don't blame anyone else, blame yourself.
Actually, we have taken the "education" thing in a very narrow way. We have considered "education" to be just getting good marks in a few subjects and getting good marks in the exam.
But self-confidence, not being afraid to take responsibility.... helping the helpless as much as possible....these are also part of education! Just reading books is like a skull without hands, feet, head....the day you realize the real form or see it in front of your eyes, you will be really scared. But that day there will be nothing else to do.
When I was a child, I was made the captain of the neighborhood football team because I played good football.... That was the first time I understood what leadership is. Eleven boys of my age were following me.... I understood at a very young age that if you can achieve excellence in something, you can get respect!
Look at the funny thing...you can tell your child this a thousand times, the child will not understand....send them to play on the field, they will understand very easily.
But playing does not mean wasting time....you cannot explain this to today's parents even by telling them. Keep in mind that children learn a lot while playing...
They learn discipline while playing....they learn to pass the ball to others...they learn to jump with joy when they score a goal....they learn to lead....
If these are not "education", then what is real education? Twenty years from now, when your child faces the struggle of life, these will be useful...how many marks he got in history in class six will not be of any use to anyone.
What a harsh truth... Read it again and again...try to understand it with all your heart....if you can understand it, it will feel like someone is holding a mirror in front of his face.
I'm sorry if your ears get hot while reading this. If you don't hit it hard, it won't penetrate deep into your mind. Honestly, if your child is not a human being like a human being, no matter how successful you are, you will feel like a failure at the end of your life.
More related topic
প্রেমে পড়া সহজ। কিন্তু একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত? তা একেবারেই সহজ নয়।


Comments
Post a Comment