Skip to main content

Kurukshetra Arjuna and Krishna bangla ebookes

 কুরুক্ষেত্রে সারাদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে অর্জুন, রাত্রে বিশ্রাম নিচ্ছিলেন | Tired from fighting all day in Kurukshetra, Arjuna was resting at night.



English convert scroll down 👇








তখনি তার এক মিত্র এসে বললেন : 

ওহে মিত্র ..

তুমি কেন  এখন  বিশ্রাম  নিচ্ছ.....??

কাল কোন কৌশলে কিভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করবে কিছু তো রণ-নীতি কৌশল তৈরী করো।

 

অর্জুন বললেন : তুমি কোন চিন্তা করো না মিত্র ,

এই ব্যাপারে আমাদের চিন্তা করার কোন দরকার নেই ।

বাইরে গিয়ে দেখ যিনি আমাদের চিন্তা করেন তিনি বসে আছেন।


Golpo


অর্জুনের সেই মিত্র তখনি শিবিরের বাইরে এসে দেখলেন— রণ - নীতি কৌশল তৈরী করছেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ...।


কিছুক্ষন পর.. রাত যখন গভীর হলো, অর্জুন তখন সারাদিনের  ক্লান্তিতে একদম ঘুমে নিদ্রাচ্ছন্ন আর তখন অর্জুনের চরণের নিকট বসে অর্জুনের

 পা দুটি টিপে দিচ্ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ।


আর"ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী অর্জুনের কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের চরণ ধুয়ে দিচ্ছেন।"


দ্রৌপদী আশ্চর্য হয়ে শ্রীকৃষ্ণকে বললেন : হে প্রভু !!!

আপনি কেন আর্যপুত্র অর্জুনকে পাপীর ভাগী করছেন ,

তিনি নিদ্রাচ্ছন্ন তিনি তো জানেন না আপনি আপনার কোমল হাত  দিয়ে তার পদ সেবা করছেন। 

তার চেয়ে বরং আপনি আমায় বলুন ,

আমি বীর অর্জুনের পাদসেবা করে চলেছি।


তখন শ্রীকৃষ্ণ বললেন : হে পাঞ্চালী ,

আমি অর্জুনের পদ সেবা করছি তা আমার করূণা নয়।

অর্জুনের পাশে দাঁড়িয়ে একবার কান পেতে শোনো তার নিঃশব্দ বাণী।






দ্রৌপদী তখন গভীর ঘুমে নিদ্রাচ্ছন্ন অর্জুনের মুখের কাছে নিজের কান এনে শুনলেন :Home


যুদ্ধে ক্লান্ত অর্জুনের মুখ থেকে শ্বাস-প্রশ্বাসের সাথে সাথে"একটিমাত্র নামই বারবার ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে।"


নামটি হচ্ছে ...কৃষ্ণ... কৃষ্ণ...কৃষ্ণ.. ..কৃষ্ণ........ 


ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে বললেন : 

তুমিই বলো হে দ্রৌপদী যে আমার প্রতি এতোটা সমর্পিত ,

আমি তার জন্য পদ সেবা ছাড়া  কি বা আর করতে পারি ...??






অনুবাদঃ যারা অনন্যচিত্ত ও নিত্যযোগ যুক্ত হয়ে আমারই  উপাসনা করেন , সেই সব নিত্য যোগযুক্ত ভক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম বা প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ করে থাকি । অর্থাৎ সর্বদা এক মনে ঈশ্বরচিন্তা করলে ঈশ্বর তার সব ভার গ্রহণ করেন।


ভগবানের চরণে সমর্পিত হলে ,

স্বয়ং ভগবানই রক্ষা করেন ,

তার ভক্তের ভালো-মন্দ সহ সকল দায়ীত্ব ভার ভগবান নিজেই বহন করেন...।




English version 👉




Arjuna, tired from fighting all day in Kurukshetra, was taking rest at night. 



Then one of his friends came and said: 


Oh friend..


Why are you resting now...???


Tomorrow, how will you fight in the battlefield of Kurukshetra? Prepare some strategy and tactics.


 


Arjun said: Don't worry, friend,


We don't need to worry about this.


Go outside and see the one who is thinking about us.


Arjun's friend came outside the camp and saw that Lord Krishna himself was preparing the strategy and tactics...


After a while.. when the night was deep, Arjun was completely asleep due to the fatigue of the whole day and Lord Krishna himself was sitting near Arjun's feet and pressing Arjun's


feet.


And "At that very moment, Draupadi entered Arjun's room and saw that Lord Krishna was washing Arjun's feet."


 Draupadi was surprised and said to Shri Krishna: O Lord!!!


Why are you making Arjuna, the son of Arya, a sinner?


He is asleep and does not know that you are serving his feet with your tender hands.


Instead, tell me,


I have been serving the feet of the brave Arjuna.


Then Shri Krishna said: O Panchali,


I am serving Arjuna's feet, it is not out of my compassion.


Stand next to Arjun and listen to his silent words.


Draupadi then put her ear to the mouth of Arjun, who was asleep in a deep sleep and heard:


With the breathing from the mouth of Arjun, tired of the battle, "A single name is being repeatedly pronounced from his lips."


 The name is ...Krishna... Krishna...Krishna.. ..Krishna........ 


Lord Krishna then said to Draupadi: 


You tell me, Draupadi, who is so devoted to me,


What else can I do for him except serving me...??



Translation: Those who worship me with undivided heart and daily yoga, I take care of the yoga of those devotees who are always engaged in daily yoga, that is, the attainment of unattained things and the maintenance of the welfare or acquired things. That is, if one always thinks of God with one mind, God takes on all his burdens.


If one surrenders at the feet of God,


God Himself protects him,


God Himself bears all the responsibility of His devotee, including the good and bad of him...

Comments

Popular posts from this blog

A girl was having bangla golpo

  একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল সে কোনো ভাবেই |  A girl was having a lot of trouble in her married life English convert scroll 👇 Married life পরিবর্তনের শুরু নিজেকে বদলে দেওয়া থেকেই : তার স্বামীকে মেনে নিতে পারছিল না,মনের মধ্যে এতোটাই রাগ জন্মেছিল যে সে তার স্বামীকে খুন পর্যন্ত করতে চাইছে।  একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি,আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না। আমি তাকে খুন করতে চাই,কিন্তু আমি ভয়‌ পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা..??” bangla golpo মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।” মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা..?? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।” মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:- ১. তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে,যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। ২. তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয়া দেখাব...

Mandra was sitting bangla golpo

Mandra was sitting quietly in a corner of the hospital's black chair. She suddenly fainted ||হাসপাতালের কালো চেয়ারের এক কোণে চুপচাপ বসেছিল মন্দ্রা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় বেশি কিছু ভাবনা চিন্তা না করেই সে বাবাকে সামনের হাসপাতালে নিয়ে এসেছে| খানিক আগে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারল বাবার মাথায় ক্লট জমেছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে| এদিকে দিন আনি দিন খাই পরিবার, তার টিউশনের দু হাজার টাকাও পরিবারের কাছে অনেক| ষাট হাজার টাকা... অঙ্কটা তাদের মতো পরিবারের জন্য অনেক| দিন দুয়েকের মধ্যে তো দূর, বছরখানেকের মধ্যেও জোগাড় করতে পারবে কিনা সন্দেহ! রিসেপশন ডেস্কে বসা গোলাপি ইউনিফর্ম পরা মহিলার কাছ থেকে টাকার অঙ্কটা শোনার পরপরই মন্দ্রার মনে হল মাথায় আকাশ ভেঙে পড়া বোধহয় একেই বলে| এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার, তবে কি বাবা আর প্রাণে বাঁচবে না? মা কেমন ছিল ভাল করে মনেও নেই তার, অভাবের সঙ্গে যুদ্ধ করতে না পেরে তাকে ফেলে পালিয়েছে| বাবাই খেয়ে না খেয়ে পক্ষী মাতার মতো বুকে আগলে রেখেছিল এতদিন| কিন্তু বাবাই যদি তারাদের দেশে চলে যায়, একলা কিভাবে বাঁচবে মন্দ্রা? কথাটা ...

Pride is terrible bangla golpo

  যার ভালোবাসা গভীর তার অভিমান ভয়ংকর | He whose love is deep his pride is terriblehoop English convert scroll 👇 মানুষকে কখনও একা কাঁদার সময় দিতে নেই জানেন! একবার কেউ একা কাঁদতে শিখে গেলে, তার আর কারও প্রয়োজন হয় না।  -আগে জানতাম না, তবে এখন জানি। মেয়েদের অভিমান ভালোবাসার চেয়েও ভয়ংকর।  -আংশিক ভুল জানেন আপনি।  -সঠিকটা তবে জানিয়ে দিন।  -যার ভালোবাসা যত গভীর, তার অভিমান তত ভয়ংকর।  -আপনি বলছেন যখন, মেনে নিলাম।  -আপনার ভালোবাসতে ইচ্ছে করে না জ্যোতিষ্ক?  -করে তো! কিন্তু জীবনের সাময়িক উদ্দেশ্য পূরণের স্বার্থে এমন কিছু ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে, যা আমি চাইলেও ফেরাতে পারব না। আপনার গল্প বলুন ম্যাডাম। যাঁরা ভালোবাসতে জানেন, তাঁদের কাছে ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে।  -আমি আর কী বলব? যখন মন ভুল পথনির্দেশ দেয়, তখন সঠিক পথে হাঁটার জন্য নিজের মনের বিরুদ্ধে যেতে হয়। আমিও গেছি, এখন একরকম ভালোই আছি।  -সত্যিই ভালো আছেন? কতটা ভালো আছেন? জানতে ইচ্ছে করে।  -ঠিক জানি না। কী পেয়েছি, কতটা হারিয়েছি, সেই হিসেব রাখি না। আজকাল নিজের ভালো থাকার চেয়েও, অন্যের ভাল...