Skip to main content

Sachin Sanyal bangla ebooks

 সরফরোশি কি তমন্না অব হমারেদিল মে হ্যায় | It was a long time ago. I was travelling on the Sabarmati Express from Varanasi to Ahmedabad, and I got a call.



English convert scroll 👇







সে অনেকদিন আগের কথা সাবরমতী এক্সপ্রেসে চলেছি বারাণসী থেকে আমেদাবাদ, ডাক এসেছে এক পেপার মিল থেকে। ২০০২ সালের গোধরা কান্ডের অনেক আগের ঘটনা। লোকজন তখন এই ট্রেনটাকে এক্সপ্রেস না বলে বলতো 'বয়েল গাড়ি'!


শীতের সন্ধ্যায় সিগন্যাল না পেয়ে ছোট্ট এক স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন। থেমে আছে তো থেমেই আছে, নট নড়ন চড়ন। বুঝলাম কেন পাবলিক একে গরুর গাড়ি বলে। প্লাটফর্মে নেমে পায়চারী করছি, চোখ পড়লো হলুদ রঙা স্টেশনের নামের বোর্ডের দিকে । ঝাপসা আলোয় পড়তে পারলাম হিন্দি আর উর্দুতে লেখা নাম  #কাকোরি ! 


এক ধাক্কায় পিছিয়ে গেলাম ১৯২৫ সালের #৯ই_আগষ্ট । সেদিনও এখানে এরকম সময়ে দাঁড়িয়ে যায় লখনউ শাজাহানপুর প্যাসেঞ্জার ট্রেন। আর তারপর আট সশস্ত্র যুবক ট্রেজারীতে জমার উদ্দেশ্যে যাওয়া দুটি টাকার বাক্স গার্ডের কামরা থেকে জোর করে নামিয়ে নেয় । পরাধীন ভারতের প্রথম এই ট্রেন ডাকাতির নেতৃত্ব দেন Hindustan Republican Army র রামপ্রসাদ বিসমিল ও আসাফাকউল্লাহ খান । গোটা পরিকল্পনা ছিল কাশীর এক বঙ্গসন্তানের..... শচীন সান্যাল। হ্যাঁ এই সেই শচীন সান্যাল যিনি দু দুবার দ্বীপান্তরের সাজা খেটেছেন, বন্দী ছিলেন পৃথিবীর নরক সেলুলার জেলে!


স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে #৯ই_আগষ্টে রচিত হলো এক নতুন অধ্যায়ের! ‌







বাকি সঙ্গীরা ছিলেন বারানসী থেকে রাজেন্দ্র লাহিড়ী, বাংলা থেকে শচীন্দ্র নাথ বকসি, উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ, কলকাতা থেকে কেশব চক্রবর্তী, রাইবেরেলি থেকে বনওয়ারী লাল, ইটাওয়া থেকে রোশন সিং, কাশী থেকে মন্মথ নাথ গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারি লাল।


শুরু হয় বৃটিশ শাসনের বৃহত্তম Man hunt, সেই প্রথম সাহায্য নেয়া হয়েছিল Scotland Yard এর ! মোট চল্লিশ জনকে বিভিন্ন জায়গা থেকে ধরা হয় । আজাদ ছাড়া ঐ অভিযানে ভাগ নেয়া সবাই ধরা পড়েন। বিচারে প্রাণদণ্ড দেয়া হয় বিসমিল, আসফাকউল্লাহ, রোশন সিং ও রাজেন লাহিড়ির। দ্বীপান্তরের সাজা হয় শচীন সান্যালের, বাকিদের হলো আট থেকে দশ বছর সশ্রম কারাদণ্ড।


প্রায় নির্জন সেই প্লাটফর্মে দাঁড়িয়ে মনে পড়ে যায় ফাঁসির সেলে রচনা করা রামপ্রসাদ বিসমিলের এক অমর কবিতা .......‌🥀🥀

"ওয়াক্ত আনে দে বাতা দেঙ্গে

তুঝে আয়ে আশমান , 

হম আভি সে কেয়া বাতায়েঁ

কেয়া হামারে দিল মে হ্যায় !"




English version 👉


Sarfaroshi ki tamanna ab hamare

Dil mein hai......‌🔥💥🔥


That was a long time ago.... I was travelling in Sabarmati Express from Varanasi to Ahmedabad, a call came from a paper mill. It was an incident long before the Godhra incident of 2002. People used to call this train 'boil car' instead of express!


On a winter evening, the train stopped at a small station without getting a signal. It is stopped, it is stopped, not moving. I understood why the public calls it a cow car. I was walking down the platform, my eyes fell on the yellow station name board. In the dim light, I could read the name written in Hindi and Urdu #Kakori! 


I was taken back to #9_August_1925. That day too, the Lucknow-Shajahanpur passenger train stopped here at such a time.  And then eight armed youths forcibly took down two money boxes that were going to be deposited in the treasury from the guard's room. This first train robbery of subjugated India was led by Ramprasad Bismil and Asafaqullah Khan of the Hindustan Republican Army. The whole plan was by a Bengali from Kashi..... Sachin Sanyal. Yes, this is the same Sachin Sanyal who has served the sentence of exile twice, was imprisoned in the hell of the world, Cellular Jail!


A new chapter was written in the history of the freedom struggle on #9th_August! ‌💥


The rest of the companions were Rajendra Lahiri from Varanasi, Sachindra Nath Bakshi from Bengal, Chandrashekhar Azad from Unnao, Keshav Chakraborty from Kolkata, Banwari Lal from Rae Bareli, Roshan Singh from Etawah, Manmath Nath Gupta from Kashi and Murari Lal from Shahjahanpur.


 The biggest manhunt of the British rule began, the first help was taken from Scotland Yard! A total of forty people were arrested from different places. Except for Azad, all those who participated in that operation were arrested. Bismil, Asfaqullah, Roshan Singh and Rajen Lahiri were sentenced to death in the trial. Sachin Sanyal was sentenced to exile, the rest were sentenced to eight to ten years of rigorous imprisonment.


Standing on that almost deserted platform, I remembered an immortal poem by Ramprasad Bismil, written in the hanging cell .......‌




"Wakta ane de bata denge

tujhe aye ashman, 

hum avi se keya bata ayen

keya hamare dil me hai!"




মঙ্গল গ্রহের বিশাল ক্ষতচিহ্ন — ভ্যালেস মেরিনারিস || The giant scar on Mars — Valles Marineris





Comments

Popular posts from this blog

A girl was having bangla golpo

  একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল সে কোনো ভাবেই |  A girl was having a lot of trouble in her married life English convert scroll 👇 Married life পরিবর্তনের শুরু নিজেকে বদলে দেওয়া থেকেই : তার স্বামীকে মেনে নিতে পারছিল না,মনের মধ্যে এতোটাই রাগ জন্মেছিল যে সে তার স্বামীকে খুন পর্যন্ত করতে চাইছে।  একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি,আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না। আমি তাকে খুন করতে চাই,কিন্তু আমি ভয়‌ পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা..??” bangla golpo মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।” মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা..?? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।” মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:- ১. তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে,যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। ২. তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয়া দেখাব...

Mandra was sitting bangla golpo

Mandra was sitting quietly in a corner of the hospital's black chair. She suddenly fainted ||হাসপাতালের কালো চেয়ারের এক কোণে চুপচাপ বসেছিল মন্দ্রা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় বেশি কিছু ভাবনা চিন্তা না করেই সে বাবাকে সামনের হাসপাতালে নিয়ে এসেছে| খানিক আগে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারল বাবার মাথায় ক্লট জমেছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে| এদিকে দিন আনি দিন খাই পরিবার, তার টিউশনের দু হাজার টাকাও পরিবারের কাছে অনেক| ষাট হাজার টাকা... অঙ্কটা তাদের মতো পরিবারের জন্য অনেক| দিন দুয়েকের মধ্যে তো দূর, বছরখানেকের মধ্যেও জোগাড় করতে পারবে কিনা সন্দেহ! রিসেপশন ডেস্কে বসা গোলাপি ইউনিফর্ম পরা মহিলার কাছ থেকে টাকার অঙ্কটা শোনার পরপরই মন্দ্রার মনে হল মাথায় আকাশ ভেঙে পড়া বোধহয় একেই বলে| এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার, তবে কি বাবা আর প্রাণে বাঁচবে না? মা কেমন ছিল ভাল করে মনেও নেই তার, অভাবের সঙ্গে যুদ্ধ করতে না পেরে তাকে ফেলে পালিয়েছে| বাবাই খেয়ে না খেয়ে পক্ষী মাতার মতো বুকে আগলে রেখেছিল এতদিন| কিন্তু বাবাই যদি তারাদের দেশে চলে যায়, একলা কিভাবে বাঁচবে মন্দ্রা? কথাটা ...

Pride is terrible bangla golpo

  যার ভালোবাসা গভীর তার অভিমান ভয়ংকর | He whose love is deep his pride is terriblehoop English convert scroll 👇 মানুষকে কখনও একা কাঁদার সময় দিতে নেই জানেন! একবার কেউ একা কাঁদতে শিখে গেলে, তার আর কারও প্রয়োজন হয় না।  -আগে জানতাম না, তবে এখন জানি। মেয়েদের অভিমান ভালোবাসার চেয়েও ভয়ংকর।  -আংশিক ভুল জানেন আপনি।  -সঠিকটা তবে জানিয়ে দিন।  -যার ভালোবাসা যত গভীর, তার অভিমান তত ভয়ংকর।  -আপনি বলছেন যখন, মেনে নিলাম।  -আপনার ভালোবাসতে ইচ্ছে করে না জ্যোতিষ্ক?  -করে তো! কিন্তু জীবনের সাময়িক উদ্দেশ্য পূরণের স্বার্থে এমন কিছু ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে, যা আমি চাইলেও ফেরাতে পারব না। আপনার গল্প বলুন ম্যাডাম। যাঁরা ভালোবাসতে জানেন, তাঁদের কাছে ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে।  -আমি আর কী বলব? যখন মন ভুল পথনির্দেশ দেয়, তখন সঠিক পথে হাঁটার জন্য নিজের মনের বিরুদ্ধে যেতে হয়। আমিও গেছি, এখন একরকম ভালোই আছি।  -সত্যিই ভালো আছেন? কতটা ভালো আছেন? জানতে ইচ্ছে করে।  -ঠিক জানি না। কী পেয়েছি, কতটা হারিয়েছি, সেই হিসেব রাখি না। আজকাল নিজের ভালো থাকার চেয়েও, অন্যের ভাল...